bayyinaat

Published time: 15 ,April ,2017      09:58:03
গ্রন্থপরিচিতি
সংবাদ: 40

গ্রন্থের নাম: কোরআনের অনুবাদ ও ভাবার্থ শিক্ষা

বিষয়বস্তু: কোরআন শিক্ষা

লেখকবৃন্দ: সাইয়েদ হাদী মোহাদ্দেস, হামিদ সাফ্ফার হারান্দী, আবুল ফাযলে আল্লামী

প্রকাশক: ইরান কালচারাল কাউন্সেলরের দফতর, ঢাকা

অনুবাদক: মো. রফিকুল ইসলাম

পৃষ্ঠা সংখ্যা: ২৩৫

সারাংশ: কোরআনের শব্দার্থ  ও ভাবার্থ শেখার ক্ষেত্রে সহজ পদ্ধতি উপস্থাপন করার জন্য গত দুই দশকে অনেক গবেষণা ও পর্যালোচনা করা হয়েছে। এ চেষ্টার ফলাফল হল এ ক্ষেত্রে  জ্ঞানগত ও বাস্তবসম্মত নতুন কার্যকর পদ্ধতির আবিষ্কার। যে পদ্ধতি দ্রুত ও উত্তম উপায়ে কোরআন শেখাবে এবং কোরআন শিক্ষার প্রতি আগ্রহীদেরকে কোরআনের নূরানী তাফসীরের নিকটবর্তী করবে; যা সহজ এবং কোরআনের বহুল ব্যবহৃত শব্দগুলোর পুনরাবৃত্তির ওপর প্রতিষ্ঠিত।

জেনে রাখা ভাল যে কোরআনে প্রায় ৭৮,০০০ শব্দ আছে যেগুলোর মধ্যে অনেক শব্দেরই পুনরাবৃত্তি ঘটেছে। কোরআন শেখার (৩ খণ্ডের) এ বইটিতে ১২০০ এর বেশী শব্দ আছে যার দুই-তৃতীয়াংশ শব্দ বহুল ব্যবহৃত এবং দশ বারের বেশী এ শব্দগুলোর পুনরাবৃত্তি ঘটেছে। এই বইয়ের (১ম খণ্ড) শিক্ষা-পরিকল্পনা অনুসারে আপনারা ১২০০ শব্দের মধ্য হতে ৭৬৬ টি কোরআনের বহুল  ব্যবহৃত শব্দের সাথে পরিচিত হবেন। যা কোরআনের ৮৬ শতাংশ শব্দের সমান। ৮৬ শতাংশ শব্দের অর্থ জানা মানেই এই না যে ৮৬ শতাংশ আয়াতের অনুবাদ করার ক্ষমতা অর্জন। কারণ কোরআনের আয়াত অনুবাদ করার জন্য শব্দের অর্থ জানা ছাড়াও আরও অন্য কিছু বিষয় জানা প্রয়োজন। এ সংকলনে সে বিষয়গুলোর কিছু অংশের সাথে  এ গন্থে পরিচিতি লাভ করবেন।কোরআনের অনুবাদ ও ভাবার্থ শিক্ষা

মন্তব্য দর্শকরা
নাম:
ই-মেল:
* অভিমত: