bayyinaat

Published time: 15 ,April ,2017      09:17:47
সংবাদ: 42

গ্রন্থের নাম: চিরভাস্বর মহানবী (সা.)

বিষয়বস্তু: জীবন ইতিহাস

লেখক: আয়াতুল্লাহ্ জাফর সুবহানী

প্রকাশক: ইরান কালচারাল কাউন্সেলরের দফতর, ঢাকা

অনুবাদক: মোহাম্মদ মুনির হোসেন খান

খণ্ড সংখ্যা: ২ খণ্ড

পৃষ্ঠা সংখ্যা: ৪৬৪

সারাংশ: এ গ্রন্থটি মহানবী হয়রত মুহাম্মদ (সা.)-এর একটি বিশ্লেষণধর্মী জীবনচরিত। মহানবী (সা.)-এর জীবনী সংক্রান্ত যে সব গ্রন্থ প্রকাশিত হয়েছে সেসবের অধিকাংশই কেবল জীবনচরিতমূলক। খুব অল্প সংখ্যক গ্রন্থেই মহানবীর জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে বিশ্লেষণ করা হয়েছে। আবার এ সব গ্রন্থও অনির্ভরযোগ্য দলিল-প্রমাণ ও অশুদ্ধ বিরবণে পূর্ণ। আয়াতুল্লাহ্ জাফর সুবহানী এ গ্রন্থে মহানবীর জীবনের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে নির্ভরযোগ্য দলিল-প্রমাণ ও বিশুদ্ধ বর্ণনার ভিত্তিতে সূক্ষ্মভাবে বিচার-বিশ্লেষণ করেছেন। তিনি অকাট্য যুক্তি-প্রমাণের সাহায্যে মুসলিম ইতিহাসবেত্তাদের দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের ক্ষেত্রে সঠিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন ঘটনা সম্পর্কে প্রাচ্যবিদদের আপত্তি এবং তাঁদের দূরভিসন্ধি উল্লেখ করেছেন এবং তাঁদের অযৌক্তিক সমালোচনার সঠিক জবাব দিয়েছেন।

এ গ্রন্থ পাঠকদের কাছে মহানবী (সা.)-এর সঠিক মর্যাদা ও অবস্থান তুলে ধরার ক্ষেত্রে ব্যাপক ও প্রশংসনীয় ভূমিকা রাখবে। কেবল বাংলা ভাষা নয়, অন্যান্য ভাষাতেও এ ধরনের গ্রন্থ বিরল।

মন্তব্য দর্শকরা
নাম:
ই-মেল:
* অভিমত: