bayyinaat

কোরআন
প্রশ্নোত্তর
পবিত্র কোরআন মহান আল্লাহকে এমন এক সত্তা বলে পরিচয় করিয়েছে যিনি কোন কিছুর সদৃশ নন। আল্লাহ বলেছেন : ‘কোন কিছুই তাঁর সদৃশ নয়।’ (সূরা শূরা:১১)
‘মহান আল্লাহ কোন কিছুর সদৃশ নন’- আয়াতটির অর্থ লেখক: আবুল কাসেম সারাংশ: (لیس کمثله شی)- আয়াতটি সকল দিক ও বৈশিষ্ট্যে আল্লাহ অদ্বিতীয় হওয়াকে প্রমাণ করে। তিনি অসীম সত্তা হওয়ার কারণেই তার সৃষ্ট সসীম কোন সত্তার সাথে তাকে তুলনা করা যায় না। সূরা ইখলাসের শেষ আয়াতটিও (ولم یکن له کفوا احد) এবিষয়টিকে সত্যায়ন করে। ফলে তিনি স্থান, কাল ও পাত্রের ঊর্ধে বলে গণ্য হন।
এ আয়াতটি ঐ সব মুনাফিকের ব্যাপারে অবতীর্ণ হয়েছিল যারা তাবুক যুদ্ধে যোগদান করতে চাচ্ছিল না। এ কারণেই তারা মহানবী (সা.)-এর কাছে এসে অজুহাত প্রদর্শন করে জিহাদে যোগদান না করার অনুমতি চায়। মহানবী (সা.)ও তাদেরকে ভালোভাবে চিনতেন এবং তাদের অবিশ্বাস এবং দুর্বল ঈমান সম্পর্কে অবহিত ছিলেন। এ কারণেই তিনি তাদেরকে মদীনা নগরীতে থাকার অনুমতি দেন। মহান আল্লাহ এ আয়াতে মহানবী (সা.)-কে ভর্ৎসনা করে বলেছেন...