bayyinaat

সমাজ ও সংস্কৃতি
অভিজ্ঞতার বিবরণ
জার্মান নও-মুসলিম মিসেস ভ্যারিনিকা-'র ধর্মান্তরিত হওয়ার কাহিনী
একজন হিজাব-পরা মুসলিম মহিলার মধ্যে আত্মিক প্রশান্তির ঐশ্বর্য লক্ষ্য করে মুগ্ধ হয়েছিলেন এক সময়ের নাস্তিক ও কমিউনিস্ট ভ্যারিনিকা। এরপর তিনি ইসলাম সম্পর্কে পড়াশুনা শুরু করেন। পবিত্র কুরআনের বাণী ও শিক্ষাগুলো তার কাছে ইসলামের প্রকৃত ছবি তুলে ধরে। আর এ অবস্থায় তিনি গ্রহণ করেন পবিত্র এই ধর্ম। ভ্যারিনিকা ইসলাম সম্পর্কে গবেষণা ও পড়াশুনার সময়ই মহান আল্লাহর অস্তিত্ব অনুভব করতে সক্ষম হন।