আহকাম বোঝার জন্য জ্ঞাতব্য কতিপয় বিষয়

মুকাল্লিফকে অবশ্যই শরীয়তে নির্ধারিত প্রতিদিনের ধর্মীয় জীবনের জন্য প্রয়োজনীয় বিধিবিধান যেমন, নামাজ, রোজা, পবিত্রতা, হজ, লেনদেন ইত্যাদি সম্পর্কে জানতে হবে; বিশেষত ঐ সকল বিধান যা না জানলে কোন ওয়াজিব কাজ (যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি) পরিত্যক্ত অথবা সঠিকভাবে সম্পাদিত না হওয়া অথবা হারামে (যেমন হারাম ব্যবসায়) পতিত হওয়ার সম্ভাবনা থাকে, তবে না শিখলে গুনাহগার হবে।
1 2