bayyinaat

Published time: 15 ,April ,2017      17:22:48
গ্রন্থপরিচিতি
সংবাদ: 50

গ্রন্থের নাম: আকায়েদ শিক্ষা

বিষয়বস্তু: আকিদা-বিশ্বাস (কালামশাস্ত্র)

লেখক: আয়াতুল্লাহ্‌ মুহাম্মাদ তাকী মিসবাহ্‌ ইয়াযদী

প্রকাশক: আহ্‌লে বাইত (আ.) বিশ্ব সংস্থা

অনুবাদক: মুহাম্মাদ মাঈন উদ্দিন

পৃষ্ঠা সংখ্যা: ৫৩৫

সারাংশ: ইসলামের মৌল বিশ্বাস সম্পর্কিত এ গ্রন্থটি প্রসিদ্ধ মনীষী ও দার্শনিক আয়াতুল্লাহ্ মুহাম্মদ তাকী মিসবাহ্ ইয়াযদী রচিত। তিনি এ গন্থে তিনটি স্বতন্ত্র শিরোনামে ইসলামের মৌল বিশ্বাস নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ্ পরিচিতি, পথ প্রদর্শক পরিচিতি ও পুনরুত্থান দিবস পরিচিতিকে কেন্দ্র করে এ গ্রন্থের আলোচনা আবর্তিত হয়েছে। লেখক তাঁর শক্তিশালী লেখনী ও যুক্তির মাধ্যমে কালামশাস্ত্রের গুরুত্বপূর্ণ এ তিনটি বিষয়কে প্রমাণ করার চেষ্টা করেছেন। একজন প্রথম সারির দার্শনিক হিসেবে বিষয়গুলোকে প্রমাণ করতে তিনি দার্শনিক যুক্তিসমূহের সহযোগিতা নিয়েছেন। এক্ষেত্রে তাই বিষয়টি বুঝতে দর্শন ও যুক্তিশাস্ত্রের সঙ্গে পাঠকের পরিচিতির যথেষ্ট প্রয়োজন রয়েছে। বিশেষত আল্লাহ্ পরিচিতি অধ্যায়ে তিনি দ্বান্দ্বিক বস্তুবাদের খ-নে আকর্ষণীয় যুক্তি পেশ করেছেন। এ গ্রন্থ পাঠে পাঠকগণ আল্লাহ্র সত্তা, গুণাবলী, ন্যায়বিচার এবং মানুষের ভাগ্য সম্পর্কে সঠিক ধারণা লাভে সক্ষম হবেন এবং সেই সাথে আলোচ্য বিষয় সম্পর্কে প্রচলিত বিভিন্ন সন্দেহের অপনোদন ঘটবে। অনুবাদক তাঁর অনুবাদে মূল বিষয়বস্তুর প্রতিফলনে বেশ চেষ্টা করেছেন। কিন্তু বিষয়বস্তুর গভীরতা ও ইসলামী দর্শনের সঠিক পরিভাষা বাংলা ভাষায় বিদ্যমান না থাকায় কোন কোন ক্ষেত্রে পাঠকের বুঝতে অসুবিধা হতে পারে। তদুপরি আশা করা যায় যে, বাংলা ভাষায় এ সম্পর্কিত যুক্তিনির্ভর গ্রন্থের প্রথম প্রকাশ হিসেবে তা পাঠকের চাহিদাকে পূরণ করবে। আহ্লে বাইত (আ.) বিশ্ব সংস্থা এরূপ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশংসার দাবীদার। আমরা গ্রন্থটির বহুল পরিচিতি আশা করছি।

মন্তব্য দর্শকরা
নাম:
ই-মেল:
* অভিমত: