bayyinaat

কোরআন
তাফসীর
কোরআন ইসলামী জ্ঞানের প্রথম বিষয়বস্তু
কোরআন ইসলামী জ্ঞানের প্রথম বিষয়বস্তু মূল: আয়াতুল্লাহ মুর্তাজা মোতাহহারী অনুবাদ: আবুল কাসেম সারাংশ: কোরআন ইসলামী জ্ঞানের প্রথম বিষয়বস্তু। ইসলামের অন্যান্য জ্ঞান যেমন (কিরায়াত), তাফসীর, কালামশাস্ত্র, হাদীস, রিজালশাস্ত্র, অভিধান, সারফ ও নাহু (ব্যাকরণশাস্ত্র), ভাষাশৈলী ও অলংকারশাস্ত্র (ফাসাহাত ও বালাগাত), ইতিহাস ও সীরাত (জীবনী) ইত্যাদি শাস্ত্রগুলো একে কেন্দ্র করেই এবং এ সম্পর্কিত বিষয়কে ব্যাখ্যার জন্য উৎপত্তি লাভ করেছে।
কোরআনের আলোকে মহান আল্লাহর আরশে সমাসীন হওয়া (১)
কোরআনের আলোকে মহান আল্লাহর আরশে সমাসীন হওয়া (১) এ. কে. এম. আনোয়ারুল কবীর সারাংশ: যখন কোন বক্তা আসন গ্রহণ ও উপবেশনের অর্থ বোঝাতে চান তখন আরবিতে سرير ও أَرائِكِ শব্দ দু’টি ব্যবহার করেন। কিন্তু যখন পরিচালনার দায়িত্ব পালনের জন্য যে আসনে বসা হয় অর্থাৎ যে ক্ষমতা ও প্রতিপত্তির নিদর্শন তা বোঝানো হয়, তখন আরশ শব্দটি ব্যবহৃত হয়। এ বিষয়টি হযরত ইউসুফ (আ.) ও রাণী বিলকিস সম্পর্কিত আয়াত দু’টি থেকে স্পষ্ট হয়।
ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ يُدَبِّرُ ٱلأَمْرَ
কোরআনের আলোকে মহান আল্লাহর আরশে সমাসীন হওয়া (১) এ. কে. এম. আনোয়ারুল কবীর সারাংশ: যখন কোন বক্তা আসন গ্রহণ ও উপবেশনের অর্থ বোঝাতে চান তখন আরবিতে سرير ও أَرائِكِ শব্দ দু’টি ব্যবহার করেন। কিন্তু যখন পরিচালনার দায়িত্ব পালনের জন্য যে আসনে বসা হয় অর্থাৎ যে ক্ষমতা ও প্রতিপত্তির নিদর্শন তা বোঝানো হয়, তখন আরশ শব্দটি ব্যবহৃত হয়। এ বিষয়টি হযরত ইউসুফ (আ.) ও রাণী বিলকিস সম্পর্কিত আয়াত দু’টি থেকে স্পষ্ট হয়।
وَٱخْفِضْ لَهُمَا جَنَاحَ ٱلذُّلِّ مِنَ ٱلرَّحْمَةِ
পবিত্র কোরআনে ইবাদতের সংজ্ঞা ও তাৎপর্য অনুবাদ: আবুল কাসেম সারাংশ: ইবাদত হল কোন সত্তার সামনে বিশ্বজগতের অথবা তার একাংশের প্রভু ও নিরঙ্কুশ পরিচালক অথবা স্বাধীনভাবে ঐশ্বরিক কর্মের অনুরূপ কর্মসম্পাদনে সক্ষম হওয়ার বিশ্বাস নিয়ে বিনয়ী ও নত হওয়া।
ٱلْيَوْمَ يَئِسَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَٱخْشَوْنِۚ ٱلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِى وَرَضِيتُ لَكُمُ ٱلْإِسْلَٰمَ دِينًا
আল-কোরআনে গাদীরের ঐতিহাসিক ঘোষণা (২) অনুবাদ: কামরুল হাসান সংযোজন ও সম্পাদনা: আবুল কাসেম সারাংশ: তাবলীগের আয়াত ও দ্বীন পূর্ণতার আয়াতের শানে নুযুল এবং সার্বিক অর্থ থেকে হযরত আলী (আ.) এর বেলায়েতের বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত হয়। ট্যাগ: দ্বীন-পরিপূর্ণতার আয়াত, তাবলীগের আয়াত, হযরত আলী (আ.) এর বেলায়েত, ইমামতের ধারা
ইসলামী বিশ্বকোষে ‘আকাশ হচ্ছে একটি বাহ্য গম্বুজ যা পৃথিবীবাসী সব জায়গা থেকে নিজেদের মাথার ওপরে প্রত্যক্ষ করে থাকে’– এ কথা বলার পর প্রখ্যাত অভিধান প্রণেতা ইবনে মানযুর থেকে বর্ণিত হয়েছে আরবী ভাষায় ‘আসমান’ শব্দের সমার্থক হচ্ছে সামা (سماء) শব্দ অর্থাৎ যা কিছু কোন কিছুর ঊর্ধ্বে থাকবে...