bayyinaat

প্রচ্ছদ
Explore
আহলে বাইত (আ.)-এর তাফসীরের মূল ভিত্তি তাঁদের ঐশী জ্ঞানের ওপর প্রতিষ্ঠিত। এধরনের তাফসীরকে বাতেনী তাফসীর বলা হয় যার অর্থ হলো বিষয়বস্তু বা গভীরতর অর্থ সংক্রান্ত তাফসীর। তবে এর অর্থ এ নয় যে, তাঁরা আয়াতের শব্দসমূহের ব্যাখ্যা করার ক্ষেত্রে কোন গুরুত্ব দিতেন না; বরং এর অর্থ হলো কুরআনের বিভিন্ন পর্যায় বা স্তর থাকার কারণে এর ‘তাফসীর’ (বাহ্যিক অর্থ) এবং ‘তা-ভীল’ (অন্তর্নিহিত অর্থ) করা সম্ভব। আর এখানেই আহলে যিকর (আহলে কুরআন)-এর বাস্তব উদাহরণ হিসেবে আহলে বাইতের উপস্থিতির আত্মিক এবং জ্ঞানগত দিকটি অর্থবহ হয়।